Saturday, March 7, 2009

মনের হদিস----

"মনের হদিস কেইবা জানে
কী যে থাকে মনের কোনে
কেউ জানে না, কেউ জানেনা
সেও জানে না যে ধারন করে----

খাঁচার পাখি আকাশ খোঁজে
বোঝে না সে বোকা
আকাশ ধরতে গোটা জীবন
খাবে সময় পোকা
তবু পাখির মন তো আকাশ পরে
কেন যে মন এমন করে
কেউ জানে না কেউ জানে না
সেও জানেনা যে ধারন করে----

খুঁজতে গিয়ে ভালবাসা ঘুরি পথে পথে
হাজার নিন্দা চাদর করে চড়ি ধুলোর রথে
জানি ভালবাসা আছে ঘরে
তবু যে মন খুঁজেই মরে
কেউ জানে না কেউ জানে না
সেও জানেনা যে ধারন করে----"


আজ এমন ঝলমলে দিন করল যে বাইরে বেরিয়ে মনটাই ভাল হয়ে গেল। মনে হল যেন সাপের মত চামড়া খুলে ফেলে বেরিয়ে এসেছি পৃথিবীর পথে। পৃথিবীর পথে বেরিয়েই দেখা শ্রীনি'র সাথে, সাথে সাক্ষাৎ স্যাঙ্গাৎ সাইফ। শ্রীনি আর সাইফ---ভিনদেশের দুইটি প্রান যেন একই সুরে বাঁধা---গাড়ি,গাড়ি,গাড়ি। উইকএন্ডগুলোর সদ্ব্যবহার করার জন্যে দুই জনেই সারা সপ্তাহ মুখিয়ে থাকে। শনিবার মানেই---গাড়ি খুলে ফেলে সব খুলে ফেলা। যে ইস্কুরপ টাইট, সেইটে খানিক ঢিলে করা, ঢিলেটাকে টাইট এবং ফাঁকে ফাঁকে নিত্য নতুন গাড়ির মডেল নিয়ে চুলচেরা বিশ্লেষন। আমাকে দেখে দুইটি কালিমাখা মুখে হাসি দেখা গেল। টাইমিং বেল্ট কী এবং সেটা ঢিলে হলে কী হতে পারে, সেই নিয়ে শ্রীনি মনে হল একটি দীর্ঘ বক্তৃতার প্রস্তুতি নিয়েছে। এমন চমৎকার দিন---যে এই অত্যাচারটা গায়েই লাগল না।

বিকেল আরেকটু এগিয়ে এলে বেরিয়ে পড়লাম কাছে পিঠে ঘোরার জন্যে। সাথে সাইফ। সাইফ এখন আমাকে প্ল্যাসেন্টার সাথে ইউটেরাসের কী রকম সম্পর্ক, প্রি-ম্যাচিওর ডেলিভারী হলে বাচ্চাদের কী হয়, এই জাতীয় নানান 'জ্ঞানগর্ভ'(গর্ভ নিয়ে জ্ঞান, আর কি---) বক্তৃতাতে ব্যস্ত। আইপড বেচারী নানান গান বাজিয়ে যাচ্ছে---সাইফ কোন গানেই ঠিক জুত পাচ্ছে না।
খানিক এদিক সেদিক ঘুরে, বার কয়েক পথ হারিয়ে, হঠাৎ করে একটা বিশাল সবুজ মাঠের টিকলী ছুঁয়ে আমরা ঘরে ফেরত। সাইফ কে নামিয়ে দিয়ে, আমি অনেকখন পর আমার সাথে একা। একছুটে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়।

রাস্তায় বাতি জ্বলে উঠেছে।নামিয়ে রাখা জানালা দিয়ে হু হু মাতাল বাতাস ঢুকছে। ঢুকেই সে গাড়ির পেছনের সীটে রাখা টিশু পেপার নিয়ে খেলায় মত্ত। রীতিমত ঝটপট লড়াই চলছে দু জনের মাঝে।ডানে বামে গাড়ির স্রোত।উজ্জ্বল চোখের মানুষ।উচ্ছল কেশের মানুষ।গম্ভীর, সুখী, উদ্ভ্রান্ত--কত রকমের মুখ। দৃশ্যের পর দৃশ্যের ঝাপটা। হঠাৎ করেই আমার আইপড খুঁজে পায় শুভমিতাকে। শুভমিতার কন্ঠে বাজে অনাদিকালের বিরহ যাতনা---মনের হদিস কেইবা জানে---কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারন করে------

এক ঝটকায় গাড়ি নিয়ে আসি পথের ধারে--চারপাশের সুশীল চালকদের তীব্র উচ্চকন্ঠ প্রতিবাদ উপেক্ষা করেই।নাম না জানা এক পথের ধারে গাড়ি থামিয়ে স্থানুবৎ বসে থাকি আমি। দূরে এখনো আকাশে রয়ে গেছে কিছু রং। রাস্তার পাশে খোলা মাঠ।নীলাভ কুয়াশা জমে আছে চেপে রাখা কান্নার মত।

আর, সব দৃশ্যপট ছাপিয়ে শুভমিতা আমাকে জানান, মনের হদিস কেইবা জানে---কেউ জানে না কেউ জানে না---

কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----কেউ জানে না, কেউ জানে না----

11 comments:

Anonymous said...

সাইফকে ধন্যবাদ; মনে হচ্ছে তার কল্যাণেই লেখাটা পড়ার সৌভাগ্য হলো

Tareque Aziz said...

কষ্ট করলাম আমি---আর ধন্যবাদ পেলো সাইফ--!!!
এই পিথিমিতে বিচার নাই রে ভগবান---

Anonymous said...

সাইফকে তো আবার ধন্যবাদ দেয়া দরকার। তার নাম নিতেই মন্তব্যের উত্তর পাওয়া গেল; পরদেশী মেঘে এই ঘটনা কালেভদ্রে ঘটে :)

~ পুতুল ~ said...

শুধু সাইফ নয়, শুভমিতাকেও অনেক ধন্যবাদ। ;)
ভালো লাগলো লেখাটা। গানটা শোনার সৌভাগ্য হলোনা কারণ বাংলাদেশে ই-স্নিপ্স ব্যানড। :(

ভালো থাকবেন, অনেক অনেক ভালো । :)

http://shurtaal.blogspot.com/2008/07/blog-post_2011.html - এই গানটা শুনে দেখতে পারেন। :)

Tareque Aziz said...

@ Anonymous...হা হা হা, ভাল বলেছেন। কিন্তু নামটা লুকিয়ে রেখেছেন কেন?

@পুতুল, থ্যাঙ্কু,থ্যাঙ্কু---

Anonymous said...

মুক্তমঞ্চে লিখছেন কি? ভাল লাগবে
http://kobita.ws/a

Tareque Aziz said...

@ Anonymous
ভাইও, আপনে কেঠা?
এমন আত্ম প্রচারে বিমুখ হলে তো মুস্কিল!
নামটা বলেন অন্তত।

~ পুতুল ~ said...

finally ajke ei gan ta shunlam..moner hodish..... onek onek shundor gan.....

Tareque Aziz said...

আমি জানতাম, আপনার ভাল লাগবে----

Anonymous said...

নতুন লেখা দেন না, প্লীইইইজ....

btw- আমি কিন্তু মুক্তমঞ্চের anonymous না, বহুত পুরান anonymous, হে হে হে...

Anonymous said...

কিরে তোর নতুন লেখা কই?!?!?!?!?!